ই পাসপোর্ট চেক অনলাইন ২০২৩ এ টু জেড সব কিছু শিখে নেন


ই পাসপোর্ট চেক অনলাইন ২০২৩ এ টু জেড  সব কিছু শিখে নেন

ই পাসপোর্ট চেক অনলাইন ২০২৩ এ টু জেড  সব কিছু শিখে নেন 



 হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যে কেউই ই-পাসপোর্ট চেক করতে পারবে। পুরাতন পাসপোর্ট রিনিউ বা নতুন ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে হলে Online E Visa check করতে হয়। ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি।

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি। দুটি তথ্যের যেকোনো একটি এবং জন্ম তারিখ ব্যবহার করে খুব সহজে ই পাসপোর্ট চেকিং করা যায়।

ই পাসপোর্ট চেক


e Identification Check On the web

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://www.epassport.gov.bd/approval/application-status ওয়েব সাইটে। পাসপোর্ট Application ID অথবা Online Enlistment ID (OID) এবং জন্মতারিখ ফিলাপ করে "Check" বাটনে চাপ দিয়ে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন।

সঠিক তথ্য এবং I'm human ভেরিফিকেশন করে Really take a look at Status বাটনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান আবস্থা সম্পর্কে জানতে পারবেন। ই পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট আবেদনে কোন সমস্যা হয়েছি কিনা যদি হয়ে থাকে সেটি কি তা বলা হয়ে থাকে। তা ছাড়া আনুমদন হয়ে গেলেও তা স্ট্যাটাস এ দেখাবে।

ই পাসপোর্ট চেক করতে যা যা প্রয়োজন


ইন্টারনেট সংযোগ ও আপনার হাতে থাকা স্মার্টফোন / কম্পিউটার ব্যাবহার করে খুব সহজে ই পাসপোর্ট চেক করা সম্ভব। পাসপোর্টের অবস্থা জানার জন্য যে সকল তথ্যের প্রয়োজন তা হলো-

Application ID

Online Enrollment ID (OID)

জন্মতারিখ

Application ID অথবা Online Enrollment ID (OID) এর যে কোন একটি এবং Date of Birth ব্যাবহার করে অনলাইনে ই পাসপোর্ট চেক করা যায়।

পাসপোর্ট আবেদনের Application ID

অনলাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন করার শেষের দিকে আবেদনের সামারিতে Application ID উল্লেখ করা থাকে। আপনার কাছে থাকা পাসপোর্ট আবেদন সামারি থেকেও এই পাসপোট অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যেবেন।

Online Enrollment ID (OID)


প্রতিটি ই পাসপোর্ট আবেদন এর একটি ইউনিক আইডি থাকে এই আবেদন আইডিকে Online Enrollment ID বা OID বলে। আবেদনের সারাংশ লিপিতে এবং বারকোড (Scanner tag) আকারে Online Enlistment ID দেয়া থাকে।


ই পাসপোর্ট পোর্টালে লগইন করার পরেও আপনি আপনার আবেদনের OID খুজে পাবেন। উপরের ছবিটি লক্ষ্য করলে অনলাইন রেজিস্ট্রেশন আইডি কোনটি বুঝতে পারবেন।

জন্মতারিখ

পাসপোর্ট আবেদন করার সময় আবেদন ফরম পুরনের সময় ব্যক্তির জন্মতারিখ দিতে হয়। আর ই পাসপোর্ট চেক করার ক্ষেত্রে যে জন্ম তারিখ আবেদনে দেয়া ছিলো সেটি ব্যাবহার করতে হয়।

E Visa Check On the web


পাসপোর্ট আবেদনের Online Enlistment ID (OID) বা Application ID নিচের ইনপুট ফিল্ড এ প্রবেশ করিয়ে I'm human চেক বক্স টিক দিয়ে আপনার পাসপোর্ট চেক করুন। জন্মতারিখ দিতে ভুলে গেলে চলবে না।

ই পাসপোর্ট চেকিং


আপনি চাইলে আমাদের nidbd ওয়েবসাইট থেকে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এটি করার জন্য উপরে দেওয়া ফরম পূরণ করে Really look at Button চাপুন।

Application ID বা OID দিয়ে প্রথম ঘরটি পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি যেকোন একটি ID বেবহারের স্বাধীনতা পাবেন।

Select Date of Birth এর ফিল্ডে আপনি পাসপোর্ট করার সময় যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটি দিতে হবে।

Manual human test Check করার জন্য I'm human চেক বক্সে ক্লিক করুন। পায় সময় এটি স্বয়ংক্রিয় ভেরিফাই হয়ে যায়।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেকিং এখন আপনি Check বাটনে চাপলে, সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে আপনার পাসপোর্টের বর্তমান অনস্থা দেখতে পাবেন।

পাসপোর্ট সম্পর্কিত আরো কিছু পোস্ট এবং এগুলোর লিংক নিচে দেয়া হলো। আশাকরি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য এখানে পাবেন।

নতুন পাসপোর্ট করার পদ্ধতিই পাসপোর্ট আবেদনপাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রই পাসপোর্ট করতে কি কি লাগেপাসপোর্ট করতে কত টাকা লাগেই পাসপোর্ট ফিপাসপোর্ট হারানো জিডি করার নিয়মহারান পাসপোর্টের জিডি

ই পাসপোর্ট চেকিং সম্পর্কিত প্রশ্ন-উত্তর
Enrolment Forthcoming Backend Confirmation মানে কি?


পাসপোর্ট আবেদনের কোন তথ্য পুনরায় যাচাই করার প্রয়োজন্য হলে এই স্ট্যাটাস দেখায়। কর্তিপক্ষ আপনার তথ্য যাচাই করে করে সব ঠিক থাকলে পাসপোর্ট প্রিন্ট করার জন্য পাঠাবে। আর সমস্যা পেলে আবেদন বাতিল করে দিবে।
কি

ই পাসপোর্ট চেক করলে কোন তথ্য না আসার কারন ?


এখানে অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হয়তো আপনি চ্যাট করার ক্ষেত্রে কোনো তথ্য ভুল দিচ্ছেন অথবা আপনার ই-পাসপোর্ট আবেদন টি সঠিক ভাবে সাবমিট হয়নি।

Arrangement Planned দেখানোর মানে কি?


Arrangement Planned শব্দের অর্থ অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত। যদি ই পাসপোর্ট স্ট্যাটাস এমন দেখায় তবে বুঝবেন, আপনার সাক্ষাতের জন্য পাসপোর্ট অফিস একটা নির্দিষ্ট সময়ে নির্ধারণ করেছে ঐ সময় গিয়ে ই পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসবেন।

1 Comments

Post a Comment
Previous Post Next Post