২। পর্যাপ্ত দক্ষতা অর্জন করুনঃ
ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ ছিল নির্দিষ্ট বিষয় বা সেক্টর বেছে নেওয়া। আর দ্বিতীয় ধাপ হচ্ছে পর্যাপ্ত দক্ষতা অর্জন করা! অর্থাৎ, আপনি যে বিষয়টি বেছে নিয়েছেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে আপনি মার্কেটপ্লেসে কিভাবে ভালো সার্ভিস দিবেন...? মার্কেটপ্লেস হচ্ছে একটি প্রতিযোগীতা মূলক জায়গা, যেখানে আপনাকে সব সময় প্রতিযোগীতা করে টিকে থাকতে হবে। আর আপনি যদি প্রতিযোগীতায় টিকে থাকার মতো পর্যাপ্ত দক্ষ না হয়ে থাকেন তাহলে আপনাকে এই সেক্টর থেকে ছিটকে পড়তে হবে স্বাভাবিক!
তাই, অবশ্যই প্রথমে নির্দিষ্ট বিষয়ে ভালো ভাবে দক্ষ হতে হবে। তবে দক্ষতার ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখবেনঃ
1. নির্দিষ্ট সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করুন 2. মার্কেটপ্লেস থেকে কাজ নিতে পারার মতো দক্ষতা অর্জন করুন।
অনেকেই শুধু নির্দিষ্ট কাজ শিখেই মার্কেটপ্লেসে আসেন, আর কাজ না পেয়ে হতাশ হয়ে পরবর্তীতে মার্কেটপ্লেস ছেড়ে চলে যায়..!
মনে রাখবেন, কাজ করতে পারা যেমন একটি দক্ষতা, তেমনি মার্কেটপ্লেস থেকে কাজ নিতে পারাটাও একটি দক্ষতা। আপনি কাজ করতে পারলেও আপনি যদি কাজ নিতে পারার দক্ষতা অর্জন না করেন, তাহলে আপনি মার্কেটপ্লেস কিংবা মার্কেটপ্লেসের বাইরে থেকে কাজ নিতে পারবেন নাহ! সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটপ্লেস কিংবা মার্কেটপ্লেসের বাইরে থেকে কাজ নিতে পারার মতো দক্ষতা অর্জন করতে হবে।
৩। নির্দিষ্ট মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করুনঃ
একটি নির্দিষ্ট বিষয় বেছে নেবার পরে এবং সেই বিষয়ে পর্যাপ্ত দক্ষতা অর্জন করার পরে আপনাকে এবার মার্কেটপ্লেসে একটি একাউন্ট খুলতে হবে। মার্কেটপ্লেস হচ্ছে কাজের ক্ষেত্র!
ধরুন, আপনি একটি চাকরি করেন। তাহলে, চাকরির জন্য অবশ্যই আপনার একটি অফিস থাকবে, কি তাইতো? কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন আপনার অফিসটি আসলে কোথায়? এই মার্কেটপ্লেস গুলোকে আপনি আপনার অফিস হিসাবে বা কার্যালয় হিসাবে বিবেচনা করতে পারেন!
মার্কেটপ্লেস হচ্ছে এমন একটি জায়গা, যেখানে আসলে কিছু ক্রেতা আর বিক্রেতা থাকে! তবে, আমাদের লোকাল যে বাজার রয়েছে, এই মার্কেটপ্লেস গুলো আসলে তেমন হয়! কেননা, আমাদের লোকাল বাজার গুলোতে পণ্য বিক্রয় করা হয়, কিন্তু এই মার্কেটপ্লেস গুলোতে বিভিন্ন service বা সেবা দেওয়া হয়। এই সেবা বিক্রি করেন একজন ফ্রিল্যান্সার বা সেলার! আর সেবা কিনেন একজন বায়ার বা ক্রেতা!
বাংলাদেশে বহুল প্রচলিত যেসব ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে তা হলোঃ
আপওয়ার্ক
ফাইবার
ফ্রিল্যান্সার ডট কম
গুরু ডট কম
পিপল পার আওয়ার ইত্যাদি
এছাড়াও আরও অনেক ধরনের ফ্রিল্যান্স সাইট রয়েছে। আপনি চাইলে এই সব মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এই গুলোর মধ্যে ফাইবার নতুন দের জন্য সব থেকে বেশি ভালো! কারণ, এখানে আপনি প্রতিদিন ফ্রিতে ১০ টি করে বিড করতে পারবেন!
তো, ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে এই প্রশ্নের উত্তরের তৃতীয় ধাপে আপনারা যেকোনে একটি মার্কেটপ্লেস বেছে নিবেন আর সেই মার্কেটপ্লেসে আপনার প্রোফাইল তৈরি করবেন।