৪। নিয়মিত বিড করতে থাকুনঃ
আপনারা যারা ফ্রিল্যান্সিং শব্দটির সাথে নতুন তাদের ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে? এই প্রশ্নের জন্য আমাদের চতুর্থ point হচ্ছে, নিয়মিত বিড করা!
আপনি মার্কেটপ্লেসে আপনার একাউন্ট খোলার পরে আপনি আপনার প্রোফাইলটা ভালো করে সাজাবেন! আপনার profile ready করার পরে আপনি এবার থেকে বায়ারের বিভিন্ন জব পোস্ট দেখতে পাবেন, আপনি সেই সব জবের বিপরীতে বিড করতে থাকুন!
বিড করা বলতে আসলে এটাই বোঝায় যে, আপনি বায়ারের একটি কাজ ঠিক কি ভাবে করে দিবেন, কত দিন সময় নিয়ে করে দিবেন, কত টাকা নিবেন এই সব কিছু দিয়ে তাকে একটি proposal পাঠানো! আপনি এবং আপনার মতো অনেকেই বায়ারকে এই ভাবে proposal পাঠাবে! বায়ার আপনাদের থেকে যার proposal পছন্দ করবে, বায়ার তাকেই কাজ দিবেন! তাই, বিড করার সময় অবশ্যই ধীরে, এবং বুঝে শুনে বিড করবেন! মনে রাখবেন, এক একটি বিড মানে হচ্ছে এক একটি সম্ভাবনা!
ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে? - কিছু Advanced কথাঃ
“ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে?” নামক আর্টিকেল টিতে আমরা মূলত একদম নতুন ফ্রিল্যান্সার দের নিয়ে কথা বলেছি! এই আর্টিকেলটি তাদের জন্যই যারা আসলেই ফ্রিল্যান্সিং সম্পর্কে তেমন কিছুই জানেন না! তো আসলেই যারা একদম নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তারা যেহেতু এই সেক্টর সম্পর্কে জানেন না! তাই তারা বারবার এই প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন যে, ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে? বা কোন কোন পদ্ধতি গুলো মেনে আমরা ফ্রিল্যান্সার হতে পারি?
আর তাই, নতুন দের এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই আর্টিকেল লেখা হয়েছে! এবার, আপনারা যখন freelancing শুরু করবেন, তখন সময়ের সাথে সাথে আরও নানা পদ্ধতির বা ধাপের মুখোমুখি হবেন! যেমনঃ নিজের পোর্টফোলিও তৈরি, self branding, দক্ষতা বৃদ্ধি, নিজেকে সব সময় up to date রাখা, ইত্যাদি বিষয় থাকেই! তবে, সেগুলো আপনারা আপনাদের কাজ শেখার সাথে সাথে জেনে যাবেন, বুঝে যাবেন।
সুতরাং, আপনারা এখন এই ৪ টি পদ্ধতি মেনে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
আপনাদের জন্য শুভকামনা,